Where silence speaks,words intrigue infinity and thoughts travel light years to invade the mind cells wherein simmers a volcano of ideas and images juggling to burst forth into an intricate filigree of patterns and designs, complex in its simplicity and bizarre in its mundane echoes.
Tuesday, 22 May 2012
Saturday, 19 May 2012
Confession
কিছু আঁকাবাঁকা রেখা
কলম যে শোনে না কথা
আর এই যে নীলের আঁচড়
শূন্যের বুক চিড়ে নেমে গেছে
উদ্যেশ্য বিহীন দিগন্তের পাণে
ও কিছু নয়
শুধু খামখেয়ালিপনা মাত্র
A few stray
lines
My pen goes
awry
The blue
gash down the blank page
Is just an
afterthought..
Labels:
Afterthought,
Lines,
Pen,
POEM,
কলম,
খামখেয়ালিপনা,
রেখা
Incorrigible...
I wanted the
world to know
That I had a few special thoughts
When they came to know
….I was embarrassed
That I had a few special thoughts
When they came to know
….I was embarrassed
I said ”Er…yes, excuse me please.”
They stopped me, “Hey where do you go?
Wait…”
Friday, 11 May 2012
And Then There Was A Dream
And then
there was a dream
Little
crumpled at the corners
Little faded
at the seams
Straining at
the hems
Tattered and
frayed and shrimped
I thought I’d
wrap it up
Under my
pillow
But it poked
me night after night
And chased
me in my sleep
Till I lost
my patience
And tossed
it to the wind
Never again to
be seen
And then
there was a dream…
Wednesday, 2 May 2012
ভালো লাগা
রাস্তায় অগুন্তি মানুষের ভিড়
অচেনা অজানা কতগুলি মুখ
ঘামে ভেজা শরীর শ্রান্তি ভরা দেহের
অঙ্গ প্রত্তঙ্গের খাঁজে খাঁজে নানা
রকম কাহিনী হতাশ করা
গ্লানির হাথছানি বুঝে যাওয়া
সুর্যের অন্তিম রশ্মির আলোক
দগ দগে ঘায়ে আনে তাজা পরশ
কোথা ও দেখি আকাঙ্খায় টলমল
করে ছলছলে চোখ কিছু
আনন্দের আভাস আনে
আশার কিরণ
সেই অগুন্তি মানুষের ভিড়ে
মিশে যাই একরাশ ধোঁয়ার মতন
ভালো লাগে এই ভেবে
আমিও এদের মাঝে একজন
Subscribe to:
Posts (Atom)