Wednesday, 2 May 2012

ভালো লাগা

রাস্তায়  অগুন্তি মানুষের  ভিড়
অচেনা অজানা কতগুলি মুখ
ঘামে ভেজা শরীর  শ্রান্তি ভরা দেহের
অঙ্গ  প্রত্তঙ্গের খাঁজে খাঁজে  নানা
রকম  কাহিনী হতাশ করা
গ্লানির  হাথছানি বুঝে যাওয়া
সুর্যের  অন্তিম  রশ্মির  আলোক
দগ দগে ঘায়ে আনে তাজা পরশ
কোথা ও   দেখি  আকাঙ্খায় টলমল
করে  ছলছলে চোখ  কিছু
আনন্দের  আভাস   আনে
আশার  কিরণ
সেই  অগুন্তি মানুষের  ভিড়ে
মিশে যাই  একরাশ  ধোঁয়ার মতন
ভালো লাগে এই  ভেবে
আমিও  এদের   মাঝে  একজন    


  

4 comments:

  1. আপনার wordpress ব্লগ থেকে এই ব্লগের লিঙ্কটা নিয়ে বুকমার্ক করে রেখেছিলাম রাতে দেখবো বলে
    ১৩৭ টি লেখার মধ্যে মাত্র ২টা বাংলা লেখা....বাঙ্গালী মেয়ে যদি বাংলা না লিখে তা কি করে হয় ?
    পড়তে শুরু করলাম....''ভালো লাগা'' কিন্ত মন্দ হয়নি.....চালিয়ে যান বাংলায় লেখা .....এ বন্ধুর অনুরোধটুকু রাখুন
    ইংরেজি কবিতা কয়েকটা পড়েছি...মূল্যায়ন করতে পারব না .....নিজের অনুভুতির কথা যদি বলি আমার কিন্ত ভাল লেগেছে
    ২৫ তারিখ পর্যন্ত অখন্ড অবসর...আশা করি তার আগে আপনার পুরনো লেখাগুলো পড়ে ফেলতে চেষ্টা করব
    ভাল থাকুন....আরো লিখুন
    আর Geetashree আপনার কবিতাগুলোকে আমার ভালবাসা দিতে ভুলবেন না

    ReplyDelete
  2. Thanks. I'll keep it in mind.

    ReplyDelete