ভালো লাগা
রাস্তায় অগুন্তি মানুষের ভিড়
অচেনা অজানা কতগুলি মুখ
ঘামে ভেজা শরীর শ্রান্তি ভরা দেহের
অঙ্গ প্রত্তঙ্গের খাঁজে খাঁজে নানা
রকম কাহিনী হতাশ করা
গ্লানির হাথছানি বুঝে যাওয়া
সুর্যের অন্তিম রশ্মির আলোক
দগ দগে ঘায়ে আনে তাজা পরশ
কোথা ও দেখি আকাঙ্খায় টলমল
করে ছলছলে চোখ কিছু
আনন্দের আভাস আনে
আশার কিরণ
সেই অগুন্তি মানুষের ভিড়ে
মিশে যাই একরাশ ধোঁয়ার মতন
ভালো লাগে এই ভেবে
আমিও এদের মাঝে একজন
আপনার wordpress ব্লগ থেকে এই ব্লগের লিঙ্কটা নিয়ে বুকমার্ক করে রেখেছিলাম রাতে দেখবো বলে
ReplyDelete১৩৭ টি লেখার মধ্যে মাত্র ২টা বাংলা লেখা....বাঙ্গালী মেয়ে যদি বাংলা না লিখে তা কি করে হয় ?
পড়তে শুরু করলাম....''ভালো লাগা'' কিন্ত মন্দ হয়নি.....চালিয়ে যান বাংলায় লেখা .....এ বন্ধুর অনুরোধটুকু রাখুন
ইংরেজি কবিতা কয়েকটা পড়েছি...মূল্যায়ন করতে পারব না .....নিজের অনুভুতির কথা যদি বলি আমার কিন্ত ভাল লেগেছে
২৫ তারিখ পর্যন্ত অখন্ড অবসর...আশা করি তার আগে আপনার পুরনো লেখাগুলো পড়ে ফেলতে চেষ্টা করব
ভাল থাকুন....আরো লিখুন
আর Geetashree আপনার কবিতাগুলোকে আমার ভালবাসা দিতে ভুলবেন না
Thanks. I'll keep it in mind.
ReplyDeletei loved this a lot...!!!
ReplyDeleteThanks!!!
ReplyDelete