কিছু কাপ চা
বড জামবাটি ভরা
মুডি মাখা
রেকাবিতে রাখা মিষ্টি কখানা
আর অনেকগুলো পুরনো দিনের কথা
দুপুর গডিযে বিকেল যে হবে
আড্ডাটা জমবে ভালো
এমাসের চোদ্দো তারিখ
থাকবে মনে ?
নেমনতন্নো রইলো যে রাখা
আসবে তো ? এসো কিন্তু
ও:! বাডীর হদিস হয়নি যে বলা
বডই সোজা
দেউডি পেরিয়ে ফটক
ফটক পেরিয়ে দালান
দালান পেরিয়ে বসবার ঘর
ছবির মতন আঁকা
আরে ! কার্ড যে হয়নি ছাপা
তাতে কিছু যায় আসে না
হৃদয়ের পটে স্বর্ণ আখরে
ঠিকানা যে আছে লেখা
Roilo nemonntonno tomaaro aamar diker
ReplyDeletekokhuno tumi kolikataye jodi aasho
koshto koriya ektu khobor diyo
hobe dekha shedin!
bhulio na je aamra chinechi porosporere
eyi moner spondon diye
tai jekhane moner meel hoeche
chokher drishti ki otripto thakte paare!